বাংলাদেশ পুলিশ বাহিনীতে ২০১৯ সালের বহিরাগত ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ প্রক্রিয়া শুরু হবে আগামী ২৮ এপ্রিল ২০১৯ তারিখ থেকে।

বয়স সীমা:  ০১ এপ্রিল ২০১৯ তারিখেসাধারণ কোটার প্রার্থীদের বয়স ১৯ হতে ২৭ বৎসর এবং মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেএে ১৯ হতে ৩২ বৎসর। এসএসসি/সমমান সার্টিফিকেটে উল্লিখিত জন্মতারিখই চুড়ান্ত বলে  গণ্য হবে।  শুধু অবিবাহিত নারী ও পুরুষরা আবেদন করতে পারবেন। 
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে নুন্যতম স্নাতক ডিগ্রির অধিকারী এবং কম্পিউটারে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।
শারীরিক যোগ্যতা: (ক)পুরুষ প্রার্থীদের(সকল কোটা) জন্য উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে।
(খ)নারী প্রার্থীদের জন্য সব কোটায় উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে।
প্রার্থীদের ওজন উচ্চতা ও বয়স অনুযায়ী নির্ধারণ করা হবে।
রেঞ্জ/বিভাগ   তারিখ স্থান
ঢাকা  ২৮ এপ্রিল৩০ এপ্রিল ২০১৯       ঢাকা জেলা পুলিশ লাইন্স মিলব্যারাক, ঢাকা
ময়মনসিংহ      ২৮ এপ্রিল৩০ এপ্রিল ২০১৯    ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্স ময়মনসিংহ
চট্রগ্রাম ২৮ এপ্রিল৩০ এপ্রিল ২০১৯    সিএমপি পুলিশ লাইন্স, চট্রগ্রাম
রাজশাহী          ২৮ এপ্রিল৩০ এপ্রিল ২০১৯    রাজশাহী জেলা পুলিশ লাইন্স, রাজশাহী
রংপুর   ২৮ এপ্রিল৩০ এপ্রিল ২০১৯    রংপুর জেলা পুলিশ লাইন্স, রংপুর
খুলনা   ২৮ এপ্রিল৩০ এপ্রিল ২০১৯    পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি), খুলনা
বরিশাল            ২৮ এপ্রিল৩০ এপ্রিল ২০১৯    বরিশাল জেলা পুলিশ লাইন্স, বরিশাল
সিলেট  ২৮ এপ্রিল২৯ এপ্রিল ২০১৯    সিলেট জেলা পুলিশ লাইন্স, সিলেট
শরীরিক পরীক্ষার দিন প্রার্থীদের সঙ্গে যা যা আনতে হবে:

শরীরিক পরীক্ষার দিন প্রার্থীদের সঙ্গে যা যা আনতে হবে:
ক) শিক্ষাগত যোগ্যতার সনদপএ/সাময়িক সনদপত্রের মূলকপি।
খ)সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক চারিত্রিক সনদপত্রের মূলকপি।
গ) স্থায়ী নাগরিকত্বের সনদপএ।
ঘ)জাতীয় পরিচয়পএ, যদি না থাকে সেক্ষেত্রে পিতা/মাতার জাতীয় পরিচয়পএ।
ঙ) ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
চ) মুক্তিযোদ্ধার সনদপএ।
ছ) কম্পিউটার প্রশিক্ষনের মূল সনদপএ।
বেতন ও সুযোগ-সুবিধা:
সাফল্যজনকভাবে মৌলিক প্রশিক্ষন সমাপ্তির পর ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলের দশম গ্রেড অনুযায়ী ১৬০০০-৩৮৬৪০ টাকা স্কেলে বেতন দেওয়া হবে।
এ ছাড়া রয়েছে ট্রাফিক ভাতা, বিনা মূল্যে পোশাক, ঝুঁকি ভাতা, স্বল্প মূল্যে রেশন ও চিকিৎসা সুবিধা। থাকবে নিয়মানুযায়ী উচ্চ পদে পদোন্নতিসহ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাওয়ার সুযোগ।
Bangladesh Police Sub Inspector SI job circular 2019, বাংলাদেশ পুলিশ বিজ্ঞপ্তি ২০১৯,police circular 2019,বাংলাদেশ পুলিশ বিজ্ঞপ্তি, বাংলাদেশ পুলিশে চাকরি,বাংলাদেশ পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি,বাংলাদেশ পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৯,পুলিশের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৯,পুলিশের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি,পুলিশ সার্কুলার 2019,পুলিশ বেসামরিক নিয়োগ ২০১৯,পুলিশ বাহিনীতে  নতুন নিয়োগ,পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৯,পুলিশ হেডকোয়ার্টার্স নিয়োগ বিজ্ঞপ্তি,bangladesh police si job circular 2019,bangladesh police si job circular 2018,bd police si job circular 2019,bd police job circular 2019,bangladesh police job circular 2019 application form,bangladesh police sergeant job circular 2019,bangladesh police job circular 20